দেশ
কাশ্মীরে জঙ্গি হামলায় ৫ জওয়ান শহীদ, নিহত হয়েছে ২ জঙ্গি জানুন বিস্তারিত | Manikchak News
কাশ্মীরে জঙ্গি হামলায় ৫ জওয়ান শহীদ, নিহত ২ জঙ্গি
জম্মু-কাশ্মীরের হাঁদবাড়া এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাদের গুলিবর্ষণ হয়। জওয়ানরা ২ জন জঙ্গিকে মেরে ফেলে। তবে হামলাতে ২ বড়ো অফিসার সমেত ৫ জন জওয়ান শহীদ হয়ে যান।

জম্মু-কাশ্মীর থেকে পাওয়া খবর অনুযায়ী, গুলিবর্ষণ গতকাল থেকেই চলছে। জঙ্গি এবং সেনার মধ্যে হওয়া গুলিবর্ষণে ২ আতঙ্কির মৃত্যু হলেও ৫ জন জওয়ান শহীদ হয়ে যান। বর্তমানে সেখানে গুলিবর্ষণ বন্ধ রয়েছে। কিন্তু সেনা কোনোরকম ছাড় দিতে রাজি নেই। সেনাদের সার্চ অভিযান এখনো জারি রয়েছে।
হামলা শুরুর পূর্বে ২ বিদেশী জঙ্গি একটি ঘরের মধ্যে লুকিয়ে থাকতো। খবর জওয়ানের কাছে আসতেই সেনা জঙ্গিদের ঘাঁটিকে বিস্ফোরণ করে উড়িয়ে দেয়।
তাছাড়া সেনা এখন তাঁদের সার্চ অপারেশন চালিয়ে রেখেছে। পুরো এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। জনসাধারণের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা অবধি। গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। বিগত কয়েকদিনে জঙ্গি গতিবিধি বেশি পরিমানে লক্ষ্য করা গেছে।
আপনাদের জানিয়ে রাখি, আগেই পুলওয়ামা শহরে ডঙ্গোরপোড়া এলাকায় সুরক্ষাকর্মীরা জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সার্চ অভিযান শুরু করে। সুরক্ষাকর্মীদের দেখে জঙ্গিরা তাঁদের উপর গুলি চালাতে শুরু করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। জোয়ানরাও পাল্টা হামলা শুরু করে। এই হামলায় ২ অতঙ্কি মারা যায়।
Previous article
Next article
Leave Comments
একটি মন্তব্য পোস্ট করুন